রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে মোহাম্মদপুর সবুজ বাংলা একতা সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট রোববার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে রাজাভুবন ইছামতী ফুটবল একাদশ ৩-২ ব্যবধানে জমির উদ্দিন শাহ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য রফিকুল ইসলাম রফু। প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মো. ফারুক চৌধুরী। উদ্বোধক ছিলেন মের্সাস আল মদিনা ব্রিকফিল্ড-১ এর সত্বাধীকারি মো. জাহাঙ্গীর আলম কোম্পানি। প্রধান বক্তা ছিলেন রবি আজিয়াটা লিমিটেড অফিসার মীর লোকমান হাকীম। প্রধান মেহমান ছিলেন ব্যবসায়ী মো. আলমগীর কোম্পানি।
মনজুরুল ইসলাম নাহিদ ও তপন বড়ুয়া’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাহেদুল ইসলাম কুসুম, মো. গিয়াস উদ্দিন, মো. ইদ্রিস চৌধুরী, মো.হানিফ, মো. বখতেয়ার হোসেন, মো. জমির, মো. রুবেল, সংগঠনের সভাপতি মো. সুমন প্রমুখ।
শেষে সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।