সোস্যাল ইসলামী ব্যাংক রাঙ্গুনিয়ার রোয়াজারহাট শাখার উদ্যোগে যাকাত ও ক্যাশ ওয়াক্ফ শীর্ষক আলোচনা সভা ব্যাংক কার্যালয়ে শনিবার (১ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত হয়েছে। শাখাটির ব্যবস্থাপক সিরাজউদৌল্লাহ খান রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাখাটির সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
ব্যাংক কর্মকর্তা এস এম আবদুল্লাহ আল কাইয়ুম ও মো. মিজানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাংবাদিক জগলুল হুদা, ব্যবসায়ী মো. ওবায়দুল্লাহ, আক্তার হোসেন, মো. ইলিয়াস, সোহেল খান প্রমুখ। এরআগে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় থেকেও একই বিষয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন অতিথি ও গ্রাহকবৃন্দ। শেষে মোনাজাত পরিচালনা করেন রোয়াজারহাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল মাবুদ।