চট্টগ্রাম 8:07 am, Tuesday, 3 December 2024

রাঙ্গুনিয়ায় শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে জিপ চাপায় বাবার মৃত্যু

দ্রুতগামী একটি চাঁদের গাড়ি (জিপ) রাস্তায় শিশু সন্তানকে চাপা দেয়ার উপক্রম হলে তাকে নিশ্চিত জিপ চাপার হাত থেকে বাঁচাতে গিয়ে জিপ চাপা পড়েন বাবা নিজেই। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বহড়াতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আজিম (২৫)। তিনি ওই এলাকার মৃত আজগর আলীর ছেলে। তিনি চট্টগ্রাম শহরে বসবাস করলেও স্ত্রী সন্তান নিয়ে গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই দুর্ঘটনার কবলে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিম উপজেলার ইসলামপুর বহড়াতল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় সড়কের অপর পাশ থেকে বাবাকে দেখতে পেয়ে শিশু কন্যাটি দৌড়ে তার কাছে যেতে চেয়েছিল। এর মধ্যেই রানিরহাট থেকে আসা কাউখালীগামী একটি দ্রুতগামী চাঁদের গাড়ি বহড়াতল অতিক্রম করছিল। শিশুটি এই গাড়িটির সামনে পড়ে যাবে ভেবে আজিম চিৎকার দিয়ে দৌড় দেন। এতে তিনি চাঁদের গাড়ি চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ কাউখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান।

উল্লেখ্য, ইসলামপুরের বহড়াতল এলাকাটিতে ইতিপূর্বেও বেশ কয়েকবার জিপের ধাক্কায় নিহতের ঘটনা ঘটেছে কিন্তু প্রতিবারই এর কোনো আইনানুগ ব্যবস্থা না নেয়ায় বার বার এসব ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা ওই স্থানে একটি গতিরোধক স্থাপনসহ এসব অবৈধ গাড়ির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই জামায়াতে ইসলামীর আমীর পুনঃনির্বাচিত হলেন শিক্ষাবিদ হারুনুর রশীদ

রাঙ্গুনিয়ায় শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে জিপ চাপায় বাবার মৃত্যু

Update Time : 05:27:08 am, Monday, 29 May 2023

দ্রুতগামী একটি চাঁদের গাড়ি (জিপ) রাস্তায় শিশু সন্তানকে চাপা দেয়ার উপক্রম হলে তাকে নিশ্চিত জিপ চাপার হাত থেকে বাঁচাতে গিয়ে জিপ চাপা পড়েন বাবা নিজেই। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বহড়াতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আজিম (২৫)। তিনি ওই এলাকার মৃত আজগর আলীর ছেলে। তিনি চট্টগ্রাম শহরে বসবাস করলেও স্ত্রী সন্তান নিয়ে গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই দুর্ঘটনার কবলে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিম উপজেলার ইসলামপুর বহড়াতল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় সড়কের অপর পাশ থেকে বাবাকে দেখতে পেয়ে শিশু কন্যাটি দৌড়ে তার কাছে যেতে চেয়েছিল। এর মধ্যেই রানিরহাট থেকে আসা কাউখালীগামী একটি দ্রুতগামী চাঁদের গাড়ি বহড়াতল অতিক্রম করছিল। শিশুটি এই গাড়িটির সামনে পড়ে যাবে ভেবে আজিম চিৎকার দিয়ে দৌড় দেন। এতে তিনি চাঁদের গাড়ি চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ কাউখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান।

উল্লেখ্য, ইসলামপুরের বহড়াতল এলাকাটিতে ইতিপূর্বেও বেশ কয়েকবার জিপের ধাক্কায় নিহতের ঘটনা ঘটেছে কিন্তু প্রতিবারই এর কোনো আইনানুগ ব্যবস্থা না নেয়ায় বার বার এসব ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা ওই স্থানে একটি গতিরোধক স্থাপনসহ এসব অবৈধ গাড়ির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।