চট্টগ্রাম 8:55 am, Tuesday, 15 October 2024

রাঙ্গুনিয়ায় সাংবাদিক ইরমান হত্যার রহস্য উদঘাটন ও চাঁদের গাড়ি বন্ধের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুইদিনের ব্যবধানে বেপরোয়া চাঁদের গাড়ির ধাক্কায় সাংবাদিক ও এক ভ্যান চালকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২ জানুয়ারি) সকালে উপজেলার গোডাউন এলাকায় রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অবিলম্বে সাংবাদিক ইরমান হত্যার রহস্য উদঘাটন ও অবৈধ চাঁদের গাড়ির বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, গত এক বছরে রাঙ্গুনিয়ায় এসব ফিটনেসবিহীন অবৈধ চাঁদের গাড়ির চাপায় একাধিক মানুষ মারা গেলেও রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন জড়িতদের আইনের আওতায় আনেনি। চাঁদের গাড়ি একদিকে সবুজ পাহাড়-বন উজার করছে অন্যদিকে সড়কে পিষে মারছে মানুষদের।

দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক ইমরান প্রসঙ্গে তারা বলেন, ইমরান লেখনির মাধ্যমে অনেকের চক্ষুশুল হয়েছিলেন। হুমকিও পেয়েছিলেন। শেষ পর্যন্ত রহস্যময় সড়ক দূর্ঘটনার উদীয়মান এই সাংবাদিকের মৃত্যু হয়েছে। অবিলম্বে ইমরান হত্যার রহস্য উদঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে মুবিন বিন সোলাইমান’র সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক এনায়েতুর রহিম, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, সংবাদকর্মী মুস্তফা ইউসুফ, সাংবাদিক মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলী শাহ, প্রকৌশলী আজাদুর রহমান, সাংবাদিক ইমরানের পিতা রুস্তম আলী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশ পূর্ণগঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ কর

রাঙ্গুনিয়ায় সাংবাদিক ইরমান হত্যার রহস্য উদঘাটন ও চাঁদের গাড়ি বন্ধের দাবিতে মানববন্ধন

Update Time : 05:42:15 pm, Tuesday, 2 January 2024

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুইদিনের ব্যবধানে বেপরোয়া চাঁদের গাড়ির ধাক্কায় সাংবাদিক ও এক ভ্যান চালকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২ জানুয়ারি) সকালে উপজেলার গোডাউন এলাকায় রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অবিলম্বে সাংবাদিক ইরমান হত্যার রহস্য উদঘাটন ও অবৈধ চাঁদের গাড়ির বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, গত এক বছরে রাঙ্গুনিয়ায় এসব ফিটনেসবিহীন অবৈধ চাঁদের গাড়ির চাপায় একাধিক মানুষ মারা গেলেও রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন জড়িতদের আইনের আওতায় আনেনি। চাঁদের গাড়ি একদিকে সবুজ পাহাড়-বন উজার করছে অন্যদিকে সড়কে পিষে মারছে মানুষদের।

দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক ইমরান প্রসঙ্গে তারা বলেন, ইমরান লেখনির মাধ্যমে অনেকের চক্ষুশুল হয়েছিলেন। হুমকিও পেয়েছিলেন। শেষ পর্যন্ত রহস্যময় সড়ক দূর্ঘটনার উদীয়মান এই সাংবাদিকের মৃত্যু হয়েছে। অবিলম্বে ইমরান হত্যার রহস্য উদঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে মুবিন বিন সোলাইমান’র সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক এনায়েতুর রহিম, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, সংবাদকর্মী মুস্তফা ইউসুফ, সাংবাদিক মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আলী শাহ, প্রকৌশলী আজাদুর রহমান, সাংবাদিক ইমরানের পিতা রুস্তম আলী প্রমুখ।