চট্টগ্রাম 1:51 am, Tuesday, 17 June 2025

রাঙ্গুনিয়ায় হোছনাবাদ মোগলেরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক টিপু

রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ মোগলেরহাট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. জাহাঙ্গীর আলম সভাপতি ও সালাউদ্দিন টিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২১নভেম্বর) হোছনাবাদ ইউনিয়ন পরিষদে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৭ ভোটের মধ্যে শতভাগ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনে পরিচালনা কমিটির সভাপতি নারায়ন পালিত।

তিনি জানান, নয়টি পদে মোট ১১জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে নির্বাচনের আগে সভাপতি ও সম্পাদক পদ ছাড়া সাত প্রার্থী অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি ও সম্পাদক এই দুই পদে মোট চার জন্য প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে ছাতা প্রতীকে ১১৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তার প্রতিদ্বন্দ্বী মো. আলী চৌধুরী চেয়ার প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট। দেয়ালঘড়ি প্রতীকে ১০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন টিপু। তার প্রতিদ্বন্দ্বী আম প্রতীকে মো.মামুন পেয়েছেন ৬৬ ভোট। বাতিল হয়েছে দুই ভোট।

ভোট গননা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা বিবাকর দাশ মান্না। উপস্থিত ছিলেন হোছনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দানু মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নারায়ন পালিত, বাজার কমিটির সাবেক সভাপতি নুরুল আলম প্রমুখ।

পরে নির্বাচনে জয়ী প্রার্থীদের নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন ব্যবসায়ীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় হোছনাবাদ মোগলেরহাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক টিপু

Update Time : 04:16:03 pm, Monday, 21 November 2022

রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ মোগলেরহাট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. জাহাঙ্গীর আলম সভাপতি ও সালাউদ্দিন টিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২১নভেম্বর) হোছনাবাদ ইউনিয়ন পরিষদে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৭ ভোটের মধ্যে শতভাগ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনে পরিচালনা কমিটির সভাপতি নারায়ন পালিত।

তিনি জানান, নয়টি পদে মোট ১১জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে নির্বাচনের আগে সভাপতি ও সম্পাদক পদ ছাড়া সাত প্রার্থী অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি ও সম্পাদক এই দুই পদে মোট চার জন্য প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে ছাতা প্রতীকে ১১৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তার প্রতিদ্বন্দ্বী মো. আলী চৌধুরী চেয়ার প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট। দেয়ালঘড়ি প্রতীকে ১০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন টিপু। তার প্রতিদ্বন্দ্বী আম প্রতীকে মো.মামুন পেয়েছেন ৬৬ ভোট। বাতিল হয়েছে দুই ভোট।

ভোট গননা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা বিবাকর দাশ মান্না। উপস্থিত ছিলেন হোছনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দানু মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নারায়ন পালিত, বাজার কমিটির সাবেক সভাপতি নুরুল আলম প্রমুখ।

পরে নির্বাচনে জয়ী প্রার্থীদের নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন ব্যবসায়ীরা।