“বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এই প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা শিশুমেলা স্কুল প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
রাঙ্গুনিয়া সরকারি কলেজের শিক্ষক মো. ইফতেখার হোসাইন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুফার ভাইজার সুমন শর্মা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিল্লোল বারী, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, উপজেলা যুব কর্মকর্তা মো. মহিউদ্দিন, লোকমান তালুকদার প্রমুখ।
বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর ২৩ টি স্টল নিয়ে বসেছে। পরে অতিথিরা এসব স্টল পরিদর্শন করেন।
দুইদিনব্যাপী এ মেলায় বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান কুইজ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন এবং সর্বশেষ পুরষ্কার বিতরণ করা হবে।