আল-আরফাহ ইসলামী ব্যাংক লিঃ এর পক্ষ থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৫০০ দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়া পৌরসভার তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আরফাহ ইসলামী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।
সভাপতিত্ব করেন ব্যাংকটির চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ আজম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য কামরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবিকা নাহিদ ফরমান জুমা, বিআরডিবি’র চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, ব্যাংকটির লিচুবাগান শাখার ব্যবস্থাপক আবদুল হান্নান। সঞ্চালনা করেন ব্যাংকের লিচুবাগান শাখার অপারেশন ম্যানাজার মোহাম্মদ আব্দুল মোমেন।