চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও আমন বীজ বিতরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে খরিপ ২/২০২২-২৩ মৌসুমে আমন ধান উৎপাদনে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে এসব সার ও বীজ দেয়া হয়।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সভাপতি আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস৷ উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার।
শেষে আমন চাষের জন্য ১০০০ জন কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।