আসন্ন ঈদ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এন এন কে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪’শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ রাজানগর ভি এইড পাবলিক লাইব্রেরি মাঠে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণকালে সভাপতিত্ব করেন এন এন কে ফাউন্ডেশন দক্ষিণ রাজানগর শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। আবুল হাশেম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের অর্থ সম্পাদক আবুল হাশেম তালুকদার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মুছা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, রেজাউল করিম বুদ, ইউপি সদস্য মুসলিম শিকদার, রফিকুল ইসলাম রফু, আজিজুল হক, সৈয়দ জাহেদুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাকিব শিকদার প্রমুখ।
এন এন কে ফাউন্ডেশনের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার ১৫ ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিকভাবে এই ঈদ উপহার বিতরণ করা হবে।