রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর দেওয়ানজী পাড়ায় বহুল প্রতীক্ষিত কালভার্ট নির্মিত হচ্ছে। পিআইও’র অধীনে রাজ এন্টারপ্রাইজের তত্বাবধানে প্রায় ৩২লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে ৩০ফুট দৈর্ঘ্য ও ১৪ফুট প্রস্থ বিশিষ্ট কালভার্টটি নির্মিত হচ্ছে। বুধবার (২২ মে) সকালে কালভার্টের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, দক্ষিণ রাজানগর প্যানেল চেয়ারম্যান ইউনুচ মিয়া লেদ, ইউপি সদস্য ফজলুল ইসলাম সেলিম, দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, মো. আজিজুল হক, মো. জাহাঙ্গীর কোম্পানি, মো. জিয়া, মো. মন্নান প্রমুখ।
এদিকে কালভার্ট নিমার্ণ ঘিরে এলাকাবাসীকে উচ্ছসিত দেখা যায়। কৃষকেরা এসময় মিষ্টি বিতরণ করেন।
রাজ এন্টারপ্রাইজের সত্বাধীকারী শিশির সাহা জানান, প্রায় ৩২ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে কালভার্টটি নির্মান করা হচ্ছে। খুব দ্রুত গতিতে কাজ চলবে এবং আগামী দুই মাসের মধ্যে কালভার্টের কাজ শেষ করবেন বলে জানান তিনি।
দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার জানান, কৃষি পণ্যসহ বিভিন্ন উপকরণ নিয়ে গ্রামবাসীদের রাস্তাটি দিয়ে চলাচল করতে হয়। মাঝখানে কালভার্ট না থাকায় গ্রামীণ এই এলাকার মানুষ দীর্ঘদিন কষ্টে ছিল। আশা করি এবার তাদের কষ্ট লাগব হবে।