বিয়ে বাজারের নিত্য নতুন ডিজাইন ও আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট পোস্ট অফিসের উত্তর পাশে দিলীপ আচ্যার্য মার্কেরের নিচ তলায় যাত্রা শুরু করলো চুমকি ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড সেরোয়ানি হাউস।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকালে ফিতা ও কেক কেটে দোকানটির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, দোকান মালিক ও মার্কেটের সত্বাধীকারী ও নগরীর আকবরশাহ থানার এসআই সুজন কুমার আচ্যার্জ, ধামাইরহাট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সায়েদুল কবির, গিয়াস উদ্দিন শওকত, ইউনুচ মিয়া বুদ, দীপক শীল, নিপন কান্তি পাল, দোকানের সত্বাধীকারী রিটন প্রমুখ।
সত্বাধীকারী রিটন জানান, আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে শহরের আদলে দোকানটি সাজানো হয়েছে। এখন থেকে উত্তর রাঙ্গুনিয়া অঞ্চলের মানুষকে কষ্ট করে শহরে বা অন্য কোথাও যেতে হবে না। এক ছাদের নিচে যাবতীয় ইভেন্ট, কার সাজ, সাউন্ড, ভিডিও, ক্যামেরা, ডিজিটাল স্টুডিও এবং বিউটি পার্লারের সুবিধা পাওয়া যাবে।