চট্টগ্রাম 9:26 am, Sunday, 8 September 2024

রাঙ্গুনিয়ার পারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তথ্যমন্ত্রী ও চট্টগ্রামের ডিসি-এসপি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ভয়াবহ আগুনে দুই শিশুসহ একই পরিবারের ছয় সদস্যের মধ্য পাঁচজনই মারা যাওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বসাক পাড়ায় খোকন বসাকের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর শুনার সাথে সাথে সাথেই তিনি তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন ও সংশ্লিষ্ট আওয়ামীলীগ নেতৃবৃন্দের অগ্নিদুর্গতদের পাশে থাকার আহবান জানান। শুক্রবার বিকালে নিহতদের স্বজনদের হাতে লাশে সৎকারের জন্য প্রাথমিক আর্থিক অনুদান তুলে দেন। পক্ষে এই আর্থিক অনুদান হস্তান্তর করেন তার ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ। অনুদান হস্তান্তরকালে অসহায় এই পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

এদিকে এদিন বিকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু রায়হান দোলন। এরআগে প্রশাসনের পক্ষ থেকেও প্রাথমিক সৎকারের জন্য ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা করেন ইউএনও আতাউল গনি ওসমানী৷ চট্টগ্রাম ডিসির পক্ষ থেকে এসব অনুদান দেয়া হয়েছে বলে তাঁরা জানান। এছাড়া একইসময় ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। তিনিও পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য ভয়াবহ অগ্নিকাণ্ডে রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললিতা বসাক (৬০), স্ত্রী লাকি বসাক (২৫), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে সায়ন্তী বসাক (৬)। পরিবারের বাকি সদস্য খোকন বসাকের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের লাশ সৎকার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামী পেশাজীবিদের সম্মানে প্রীতি সম্মেলন

রাঙ্গুনিয়ার পারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তথ্যমন্ত্রী ও চট্টগ্রামের ডিসি-এসপি

Update Time : 06:51:13 pm, Friday, 13 January 2023

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ভয়াবহ আগুনে দুই শিশুসহ একই পরিবারের ছয় সদস্যের মধ্য পাঁচজনই মারা যাওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বসাক পাড়ায় খোকন বসাকের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর শুনার সাথে সাথে সাথেই তিনি তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন ও সংশ্লিষ্ট আওয়ামীলীগ নেতৃবৃন্দের অগ্নিদুর্গতদের পাশে থাকার আহবান জানান। শুক্রবার বিকালে নিহতদের স্বজনদের হাতে লাশে সৎকারের জন্য প্রাথমিক আর্থিক অনুদান তুলে দেন। পক্ষে এই আর্থিক অনুদান হস্তান্তর করেন তার ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ। অনুদান হস্তান্তরকালে অসহায় এই পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

এদিকে এদিন বিকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু রায়হান দোলন। এরআগে প্রশাসনের পক্ষ থেকেও প্রাথমিক সৎকারের জন্য ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা করেন ইউএনও আতাউল গনি ওসমানী৷ চট্টগ্রাম ডিসির পক্ষ থেকে এসব অনুদান দেয়া হয়েছে বলে তাঁরা জানান। এছাড়া একইসময় ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। তিনিও পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য ভয়াবহ অগ্নিকাণ্ডে রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললিতা বসাক (৬০), স্ত্রী লাকি বসাক (২৫), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে সায়ন্তী বসাক (৬)। পরিবারের বাকি সদস্য খোকন বসাকের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের লাশ সৎকার করা হয়।