রাঙ্গুনিয়ার পারুয়া আওয়ামী পরিবারের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নটির বাসিন্দা প্রবাসী মুহাম্মদ সোলাইমান মক্কা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, ক্রীড়া ও উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একতেহার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
আওয়ামী লীগ নেতা কাজী মুহাম্মদ মামুনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী জহুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ, উপজেলা যুবলীগের সভাপতি বদিউর খায়ের লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইউনুচ, উপজেলা তাতীলীগের আহবায়ক লীগের মো. মোরশেদ তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দিন প্রমুখ।
পরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি মোহাম্মদ সোলায়মান মক্কাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।