রাঙ্গুনিয়া উপজেলার চার শতাধিক যুব ও ছাত্রলীগ কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তরুণ আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন তালুকদার।
সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে ইফতার মাহফিল এবং পরে লালানগর ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও টি-শার্ট তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মো. রাসেল, যুবলীগ নেতা বেলাল বিন সত্তার, জাহেদুল ইসলাম কাঞ্চন, মো. রাশেদ, ছাত্রলীগ নেতা মো. সাইমন, কাজী শাওয়াল, আবদুর রহিম আরমান, সাকিব শিকদার প্রমুখ।