রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর মোহাম্মদ হানিফ।
বেরীবাদ কমিউনিটি সেন্টারের স্বাস্থ্য সহকারী কাজী মনচুর আহমেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, বেরীবাদ কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা সদস্য দুলাল কান্তি নাথ, সাংবাদিক ইসমাঈল হোসেন, ব্যবসায়ী মো. হোসাইন, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিফি জয়শ্রী দে, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম আরমান, মো. মানিক প্রমুখ।