রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে তাতী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩ বছরের জন্য মো. আনেয়ার হোসেনকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মো. আনেয়ার হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ আবুল বশর, উপজেলা তাঁতী লীগের যুগ্ন-আহবায়ক মো. ওসমান তালুকদার, আজম তালুকদার, লালানগর ইউনিয়নের যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বেলাল বিন সাত্তার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল বিন জব্বার, জিহাদ, বেলাল হোসেন, মো. সাইমন, সাগর প্রমুখ।