কারিতাস চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গুনিয়া উপজেলার সহযোগিতায় সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী-২ (সিএমএলআরপি-২) এর আওতায় কৃষি, অকৃষি ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান রাজানগর ইউপি কার্যালয়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
কারিতাসের ঢাকা প্রধান কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বক্তব্য দেন সিডিআই ঢাকা কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা স্টিফেন ত্রিপুরা, সিএমএলআরপি’র মাঠ কর্মকর্তা গৌরী ভট্টাচার্য, সাংবাদিক জগলুল হুদা, ইউপি সদস্য আজাদ নূর তালুকদার, শাহেদুল ইসলাম, মোহাম্মদ হোসেন, ইউসুফ আলী, কারিতাসের এনিমেটর চাইতোয়াই মারমা, প্রিয়তোষ তঙ্গচংগা, মো. নাছির উদ্দীন প্রমুখ।
শেষে প্রতিবন্ধী একজনকে ৫ হাজার এবং বাকী ৪০ জন নারীকে নগদ সাড়ে ৩ হাজার টাকা করে মোট ৪১ জনকে ১ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। গ্রহিতারা এসব টাকা দিয়ে কৃষি এবং হাস-মুরগী, গরু-ছাগল পালনসহ বিভিন্ন অকৃষি খাতে ব্যয় করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন৷ আগামী এপ্রিলের দিকে কারিতাসের উদ্যোগে ৬ মাস মেয়াদি মোবাইল টেকনিক্যাল স্কুল, সেলাই ও অটো মেকানিক্স ১২ জন নারী এবং ১২ জন পুরুষসহ মোট ২৪ জনকে প্রশিক্ষণ দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।