রাঙ্গুনিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে আগুন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষক, ও যুব স্কোয়াড রাইডার্স সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল কুমার বড়ুয়া, শিক্ষক মো. করিম, যুব রেড ক্রিসেন্ট রাঙ্গুনিয়ার দলনেতা মো. ফরহাদ হোসেন, সংবাদকর্মী ও যুব স্কোয়াড রাইডার্সের সভাপতি ইসমাঈল হোসেন, সহ সভাপতি সালাউদ্দীন কাদের , সাধারণ সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ।
মহড়া প্রদর্শনে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া ফায়ার টিমের সদস্য নাঈম হোসেন, মুশফিকুর জামান, সুমন বিশ্বাস, মো. রমজান আলী, সোহাগ হোসেন প্রমুখ।