রাঙ্গুনিয়া উপজেলার লালানগর আইডিয়্যাল কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, মা সমাবেশ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন৷ স্কুলের সিনিয়র শিক্ষক মো. দিদারুল আলম।
প্রধান অতিথি ছিলেন স্কুলের অধ্যক্ষ মো. শাহ আলম। শিক্ষক মীর সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংবাদকর্মী ইসমাইল হোসেন, বেরীবাদ জামে মসজিদের ইমাম মো. রমিজ উদ্দিন, শিক্ষক মো. ইলিয়াস, মো. মুরাদ প্রমুখ।
শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।