হাসপাতালে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ডাক্তার, নার্স ও স্টাপদের নিয়ে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মাসিক সমন্বয় সভা সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালে জেনারেল ম্যানেজার মো. ইসমাঈল। প্রধান অতিথি ছিলেন হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা: এস কে এম মোকাম্মেল সিয়াম।
বক্তব্য দেন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মো. মুহিন উদ্দীন, হেড অফ মার্কেটিং মুসা শিকদার, মার্কেটিং মিডিয়া অফিসার ইসমাঈল হোসেন নয়ন, হেড অফ একাউন্টটিং মো. আবদুর রহিম, সুপারভাইজার ইকবাল হোসেন প্রমুখ।
সভা শেষে মুসা শিকদারের পক্ষ থেকে উপস্থিত সবাইকে নিয়ে লটারীর আয়োজন করা হয়।