রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর নূরানি তালিমুল কুরআন হাই স্কুল এন্ড মাদ্রাসা ও হেফজখানার বার্ষিক পুরষ্কার বিতরণ শনিবার (১৮ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এবং বিকেলে হেফজখানার শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রথম অধিবেশনে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট ইমাম হোসেন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার। উদ্বোধক ছিলেন দলিল লেখক ইলিয়াছ কবির তালুকদার। প্রদান বক্তা ছিলেন বন ও পরিবেশ কক্সবাজার শাখার সহকারী গবেষক রাশেদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাহ আলম, চিকিৎসা কাজী মনসুর আহমেদ, পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যলয় পরিচালনা পরিষদের সভাপতি এম এন এ আনোয়ার, শিক্ষক মাহাবুল হক আজিজ, প্রবাসী সাইফুল ইসলাম বাট্টু প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি এস এম ইদ্রিস। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের এডভোকেট মোহাম্মদ মঈন উদ্দিন।