রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সামাজিক সংগঠন নাছির মোহাম্মদ তালুক আলোকিত বন্ধু সমাজের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে সমাজের ৮০ হতদরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। ১৩ কেজি ওজনের প্রতি প্যাকেটে ছিল চাল, আলু, তেল, পেঁয়াজ, চিনি, ছোলা, মটর।
সংগঠনের সভাপতি মো. আলমগীর (শামীম)’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইউসুফ তালুকদার। মাস্টার নুরুল আলম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ সওদাগর, হাজী আবদুল জব্বার, ডাঃ মোহাম্মদ নুরুল আলম, ফজলুল ইসলাম সেলিম, সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য মো. মুছা, সাধারণ সম্পাদক গোলাম আজম রাশেদ, মো. শহীদুল ইসলাম প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নাছির মোহাম্মদ তালুক আলোকিত বন্ধু সংঘ ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার আর্থ সামজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরমধ্যে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে আর্থিক সহায়তা, এলাকার রাস্তা মেরামত, ঢেউ টিন বিতরণ, ঘর নির্মাণে সহায়তা, দরিদ্র ঘরের মেয়ের বিয়েতে সহায়তা এবং প্রতিবছর নিয়মিত ইফতার বিতরণ করে আসছে সংগঠনটি। আগামীতেও আরো বেশি কর্মসূচি অব্যাহত থাকবে।