রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন ২নং পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার (১৬ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন আবদুর রহমান তালুকদার। পরে বিকেলে দ্বিতীয় পর্বে আয়োজিত পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম এন এ আনোয়ার। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শিবলু দাশ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া শাখার সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া, এস এম সি’র সদস্য মৌলানা আহমদর রহমান, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আলী আহমদ, ইউপি সদস্য ইউনুচ মিয়া লেদো, শিক্ষক দিলীপ কুমার দেওয়ানজি, শিক্ষক জাহাঙ্গীর আলম, এস এম সি সদস্য ভবতোষ বড়ুয়া, আজগর আলী, পংকজ কুসুম বড়ুয়া প্রমুখ।