রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী হামজু মিয়ার বলী খেলা ও কবির গানের আসর শুক্রবার (২৫ মে) অনুষ্ঠিত হবে। দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার’র তত্ত্বাবধানে বণা পুকুর পাড় স্থানীয় বিলে এই খেলার আয়োজন হতে চলছে। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। খেলায় সভাপতিত্ব করবেন আহমদ সৈয়দ তালুকদার।
তত্বাবধায়ক চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার জানান, ১৯৮০ সাল থেকে হামজু মিয়ার বলী খেলার আয়োজন হয়ে আসছে। প্রতিবারের ন্যায় এবারও শুক্রবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত বলী খেলা ও রাত ৮টা থেকে কবির গানের আসর অনুষ্ঠিত হবে। এবারে বলী খেলা সূদুর চট্টগ্রাম- রাঙ্গামাটি সহ বিভিন্ন প্রসিদ্ধ বলীরা অংশ নিবেন। এছাড়া কবির গানে নিরঞ্জন সরকার অংশ নিবেন।