চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নগদ টাকাসহ দানবাক্স, সিসিটিভি ক্যামরা, পূজার সরঞ্জামাদি নিয়ে গেছে। এছাড়া মন্দিরের ভিতরে দুটি ভাঙা প্রতিমা পাওয়া গেছে।
জানা গেছে, রোববার (১৪ জুলাই) ভোর ৬ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চন্দ্রঘোনা মিশন এলাকায় অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা দিতে গেলে দেখতে পান লোহার গ্রীলের দরজা ভাঙা। বিষয়টি তিনি মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় লোকজনকে জানালে তারা এসে মন্দিরের চুরির বিষয়টি অবগত হন। তারা দেখতে পান মন্দিরের ভিতরে রাখা হারমোনিয়াম, দানবাক্স দুটি, ৪ টি সিসিটিভি ক্যামরা, মনিটর ও রেকর্ডার, মাইক ও পূজার সরঞ্জামাদি নেই।
পরে দেখতে পান দুটি প্রতিমার মধ্যে কৃষ্ণ প্রতিমার গলা, হাত ও পা ভাঙা। এছাড়া রাধা প্রতিমার নাক ভাঙা। মন্দিরের কিছু দূরে টাকা ছাড়া ভাঙা দানবাক্স ও পাশে আগুনে পোড়া হারমোনিয়াম পাওয়া যায়। এই সময় মন্দির পরিদর্শন করতে আসেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মো. হারুন।
জানতে চাইলে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস বলেন, ” মন্দিরে চুরি, প্রতিমা ভাংচুর ও জিনিসপত্র পোড়ানো প্রতিহিংসা মূলক করা হয়েছে। এটি সাধারণ চুরির ঘটনা নয়। এই বিষয়ে আমি পুলিশ ও সংশ্লিষ্ট উর্ধত্বন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য মো. হারুন বলেন, ” মন্দিরের চুরির ঘটনার সাথে মূর্তি ভাঙা ও জিনিসপত্র পোড়াানো কাম্য নয়। চুরি নয়, অন্য কোনো উদ্দেশ্যে হতে পারে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর ধর ও সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত বলেন,” মন্দিরে চুরির ঘটনায় সিসি ক্যামরা, হার্ডডিস্ক, ৩ টি দানবাক্স, মাইক মেশিন,পূজার সরঞ্জাম,ঘট,হারমোনিয়াম,কাঁসা,ঘন্টাসহ সকল কিছুই চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় প্রতিমা ভাঙচুর করে। ভাঙ্গা দানবাক্সগুলো ও হারমোনিয়াম পুড়িয়ে দেওয়া আলামত পুলিশ উদ্ধার করে মন্দিরে পাশের পাহাড় থেকে। এটা নিশ্চিত ষড়যন্ত্র। টাকা যদি উদ্দেশ্যে হতো প্রতিমা ভাঙ্গলো কেন? হারমোনিয়াম মন্দিরের পাশে পাহাড়ে নিয়ে পোড়ালো কেন ? তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা আরো ঘটানোর সাহস করবে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ” ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হবে। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে আইনি পদক্ষেপ নেয়া হবে। ‘