রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন “ইসলামিয়া পাড়া মানবতার বন্ধু সংঘ।” প্রতিবছরের ন্যায় এবারো এলাকার হতদরিদ্র ৬৩টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। শনিবার (২০ মার্চ) মধ্য রাতে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন। ২৩ কেজি ওজনের প্রতি প্যাকেটে ছিল চাল, তেল, পিয়াজ, ছোলা, ডাল, চিনি ও লবণ। বিতরণ কার্যক্রমে অংশ নেন সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, সংগঠনের সদস্য জামাল বিন আবদুস সালাম, হাফেজ নুর মোহাম্মদ প্রমুখ।
জানা যায়, আমরা ইসলামিয়া পাড়া মানবতার বন্ধু সংঘ ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনের ১০জন প্রবাসী সদস্য এলাকার আর্থ সামজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত নিয়মিত ইফতার সামগ্রী বিতরণ, নিয়মিত দরিদ্র মেয়েদের বিয়ে ও অসুস্থদের চিকিৎসায় সহায়তা প্রদান করে আসছেন। এভাবে অসহায়দের মুখে হাসি ফুটাতে এবং এলাকার আর্থ সামাজিক উন্নয়নে ভবিষ্যতে আরও ব্যাপক আকারে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা।