চট্টগ্রাম 1:52 am, Friday, 20 June 2025
চট্টগ্রাম বিভাগীয় উপ-অঞ্চল ফুটবল টুর্ণামেন্ট

রানার্সআপ মিরসরাইয়ের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এরপর জেলায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় উপ-অঞ্চল ফুটবল ফাইনালে রাঙামাটির সাথে পরাজিত হয়ে রানার্সআপ হয়।

অবহেলিত চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট সাইবিনিখিল ত্রিপুরা পাড়ার কিশোরীদের পায়ের জাদুতে জেলার সীমানা পেরিয়ে এখন বিভাগে খেলেছে। অথচ একটা সময় ওই পাড়ায় স্কুল না থাকায় পড়াশোনা থেকে বঞ্চিত ছিল ছেলে-মেয়েরা। আজ সেই পাড়ার মেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে যাচ্ছে।

জানা গেছে, উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরী ক্রীড়া সমিতির ৫০তম আসরে আয়োজনে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগের উপ-অঞ্চল ফাইনালে খেলবে মিরসরাইয়ের করেরহাট কামিনী মজুমদার (কেএম) উচ্চ বিদ্যালয় বালিকা দল। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর কলেজিয়েট স্কুল মাঠে প্রথম সেমিফাইনালে বান্দরবান জেলার বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা দল। শুক্রবার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় রাঙ্গামাটি জেলার বালিকা দলের সাথে ৪-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, রাঙামাটি জেলা দল এর আগে সাতবার জাতীয় পর্যায়ে খেলেছে। তাদের টিমে কয়েকজন জাতীয় দলের খেলোয়াড়ও রয়েছে।

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা দল গত ১১ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে বিনা প্রতিদ্বন্ধিতায় ফাইনালে উঠে এরপর জেলা পর্যায়ের প্রথম খেলায় সীতাকুন্ড উপজেলা বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে। তারপর সেমিফাইনালে রাউজান উপজেলা বালিকা দলকে ৩-০ গোলে পরাজিত করে জেলা পর্যায়ে ফাইনালে যায়। পরবর্তীতে ফাইনালে পাহাড়তলি থানা বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়।

বিভাগীয় উপ-অঞ্চল পর্যায়ে কোয়াটার ফাইনালে নোয়াখালী জেলা বালিকা দলের সাথে বিনাপ্রতিদ্বন্ধিতায় জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। বৃহস্পতিবার সেমিফাইনাল-১ এ বান্দরবান জেলার বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা দল । চট্টগ্রাম বিভাগীয় উপ-অঞ্চলে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার জেলা বালিকা দল প্রতিদ্বন্ধিতা করছে।

উল্লেখ্য, ২০১৯ সালে জেলা পর্যায়ে রানার্সআপ হয় উপজেলা প্রতিনিধিত্বকারী করেরহাট বালক দল। ২০২২ সালে জেলায় সেমিফাইনালে এবং ২০২৩ সালে উপজেলায় রানার্সআপ হয় বালক দল। এর আগে বালিকা দল ২০২২ সালে উপজেলা চ্যাম্পিয়ন‌ হয়ে জেলায় প্রতিনিধিত্ব করে।
ক্রীড়া শিক্ষক পলাশ মল্লিক জানান, আমি সত্যিই আনন্দিত আমাদের এই টিম উপজেলা ও জেলায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগে রানার্সআপ হয়েছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তাদের কিছু শিখাতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে বিএনপি’র অবস্থান কর্মসূচী

চট্টগ্রাম বিভাগীয় উপ-অঞ্চল ফুটবল টুর্ণামেন্ট

রানার্সআপ মিরসরাইয়ের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়

Update Time : 05:19:25 pm, Saturday, 23 September 2023

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এরপর জেলায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় উপ-অঞ্চল ফুটবল ফাইনালে রাঙামাটির সাথে পরাজিত হয়ে রানার্সআপ হয়।

অবহেলিত চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট সাইবিনিখিল ত্রিপুরা পাড়ার কিশোরীদের পায়ের জাদুতে জেলার সীমানা পেরিয়ে এখন বিভাগে খেলেছে। অথচ একটা সময় ওই পাড়ায় স্কুল না থাকায় পড়াশোনা থেকে বঞ্চিত ছিল ছেলে-মেয়েরা। আজ সেই পাড়ার মেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে যাচ্ছে।

জানা গেছে, উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরী ক্রীড়া সমিতির ৫০তম আসরে আয়োজনে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগের উপ-অঞ্চল ফাইনালে খেলবে মিরসরাইয়ের করেরহাট কামিনী মজুমদার (কেএম) উচ্চ বিদ্যালয় বালিকা দল। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর কলেজিয়েট স্কুল মাঠে প্রথম সেমিফাইনালে বান্দরবান জেলার বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা দল। শুক্রবার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় রাঙ্গামাটি জেলার বালিকা দলের সাথে ৪-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, রাঙামাটি জেলা দল এর আগে সাতবার জাতীয় পর্যায়ে খেলেছে। তাদের টিমে কয়েকজন জাতীয় দলের খেলোয়াড়ও রয়েছে।

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা দল গত ১১ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে বিনা প্রতিদ্বন্ধিতায় ফাইনালে উঠে এরপর জেলা পর্যায়ের প্রথম খেলায় সীতাকুন্ড উপজেলা বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে। তারপর সেমিফাইনালে রাউজান উপজেলা বালিকা দলকে ৩-০ গোলে পরাজিত করে জেলা পর্যায়ে ফাইনালে যায়। পরবর্তীতে ফাইনালে পাহাড়তলি থানা বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়।

বিভাগীয় উপ-অঞ্চল পর্যায়ে কোয়াটার ফাইনালে নোয়াখালী জেলা বালিকা দলের সাথে বিনাপ্রতিদ্বন্ধিতায় জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। বৃহস্পতিবার সেমিফাইনাল-১ এ বান্দরবান জেলার বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা দল । চট্টগ্রাম বিভাগীয় উপ-অঞ্চলে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার জেলা বালিকা দল প্রতিদ্বন্ধিতা করছে।

উল্লেখ্য, ২০১৯ সালে জেলা পর্যায়ে রানার্সআপ হয় উপজেলা প্রতিনিধিত্বকারী করেরহাট বালক দল। ২০২২ সালে জেলায় সেমিফাইনালে এবং ২০২৩ সালে উপজেলায় রানার্সআপ হয় বালক দল। এর আগে বালিকা দল ২০২২ সালে উপজেলা চ্যাম্পিয়ন‌ হয়ে জেলায় প্রতিনিধিত্ব করে।
ক্রীড়া শিক্ষক পলাশ মল্লিক জানান, আমি সত্যিই আনন্দিত আমাদের এই টিম উপজেলা ও জেলায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগে রানার্সআপ হয়েছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তাদের কিছু শিখাতে।