রিমা ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ আগষ্ট (বুধবার) সকালে ফেনী সদরস্থ মেইন রোডের কসকা বাজারে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে রিমা ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়ান দন্ত সেবার পরিচালক মোঃ জিয়াউল রহমান এই সময় আরো উপস্থিত ছিলেন রিমা ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি পরিচালক ডেন্টিস্ট ফারজানা আক্তার, পারুল আক্তার, জাহেদা আক্তার, একরাম হোসেন,রাকিব হোসেন, আব্দুর রহমান, জায়ান রহমান,জিয়াদ রহমান সহ প্রমুখ।
রিমা ডেন্টাল এন্ড ফিজিওথেরাপিতে নিয়মিত রোগী দেখবেন ডাঃ মেহেদী হাসান কবীর পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী) ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল ওরাল এন্ড ডেন্টাল সার্জন বি.ডি.এস. (ঢাকা) বি.এম.ডি.সি রেজি নং- ১৪৬৮২, ডেন্টিস্ট ফারজানা আক্তার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এফ.টি, আই.এইচ.টি (চট্টগ্রাম) ডি.এম.টি (ডেন্টাল)।
রিমা ডেন্টাল এন্ড ফিজিওথেরাপিতে যে চিকিৎসা সমূহ দেওয়া হবে তা হলো স্কেলিং, ফিলিং, লাইট কিউর ফিলিং, রোট কেনেল (R.C.T), দাঁত উঠানো, দাঁত বাধানো, আকা বাকা দাঁত সোজা করা সহ দাঁত ও মুখের যাবতীয় রোগের চিকিৎসা করা হয়।