মানবসেবামূলক আন্তর্জাতিক প্রতিষ্ঠান রেইনড্রপ্স ট্রাস্টের দশ বছরপূর্তি উপলক্ষে চট্টগ্রাম হালিশহরের চুনাফ্যাক্টরির মোড় এলাকায় গত ২৩ ডিসেম্বর সংগঠনের পরিচালকবৃন্দ এক বিশেষ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনের আয়োজন করে।
সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. এনামুল হাসানের সঞ্চালনায় ও প্রফেসর জাহাঙ্গীর করির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার, লন্ডনের এসেক্স জামে মসজিদের ইমাম ও খতিব এবং টিভিওয়ান ইউকের ডিরেক্টর শায়খ মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে রেইনড্রপ্স ট্রাস্টের কার্যক্রম ও কর্মপরিধি সম্পর্কে শায়খ মাহমুদুল হাসান বলেন, যেসব গরিব-অসহায় শিক্ষার্থী পড়াশোনার খরচ বহনে অক্ষম— তাদের সহযোগিতা করা, হাফেজে কোরআন হতে আগ্রহীদের দায়িত্ব নেওয়া, করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণ, বন্যাকবলীত এলাকায় সাহায্য করা, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, সামর্থ্যহীনদের জন্য গভীর নলকূপ স্থাপন, গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া, কন্যাদায়গ্রস্তদের বিয়ের জন্য সহযোগিতা করা ও কোরবানির সময় গরিব-অসহায়দের মাঝে গরুর মাংস বিতরণসহ অনাথ-অসহায়দের আর্থিক ও মানবিক সহযোগিতা করে থাকে আমদের সংগঠন৷
বর্তমানে দেশের প্রত্যন্ত এলাকার যেসব স্থানে যাতায়াত দু্র্ব্যবস্থার পাশাপাশি শিক্ষার আলো পৌঁছায়নি সেখানে সম্পূর্ণ ফ্রিতে ফোরকানিয়া মাদ্রাসা চালু করার কাজ হাতে নিয়েছে “রেইনড্রপ্স ট্রাস্ট”
সংগঠনটির নানা প্রকল্পের কর্মপদ্ধতি উপস্থাপনের পাশাপাশি তিনি সবাইকে মানবতার কল্যাণে সাধ্যমতো সব সময় অংশ গ্রহণের আহ্বানও জানান তিনি