চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক উপজেলা স্বাস্হ্য বিভাগের মাধ্যমে বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (৬ মার্চ ২০২৪) দুপুর ১২ টায় সীতাকুণ্ড পৌরসদরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো.নুর উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, পরিসংখ্যানবিদ ইমাম উদ্দিন সহ সাংবাদিক বৃন্দ।
পরিদর্শন কালে পৌরসভার মা প্যাথলজী নামক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা এবং বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এটি বন্ধ ঘোষণা করা হয় ।
এ সময় পৌরসদরের উত্তর বাজারস্থ কেয়ার হাসপাতালে সরকারি যে নির্দেশনা দশটি যথাযথ ভাবে পালন করা না করা এবং লাইসেন্স থাকা সত্ত্বেও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাদেরকে দুই দিনের মধ্যে সকল কিছু ঠিক করে অত্র কার্যালয়ে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
পরবর্তীতে ইত্যাদি ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন কালে সকল কিছু এবং লাইসেন্স আপডেট থাকা সত্ত্বেও সকল নির্দেশনা মেনে ল্যাব পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়াও দুইটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয় এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান চলমান থাকবে।