বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারি উপজেলার বর্ধিত সভায় বক্তারা বলেছেন, “দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হলেও দেশের মানুষ এখনো দূর্বৃত্তায়নে বন্দি। লাগামহীন বাজার ব্যবস্থাসহ প্রতিটি সেক্টরে চলছে নৈরাজ্য।” এসময় বক্তাবৃন্দ দেশের খেটে খাওয়া মানুষদের জন্য দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
শনিবার (২৩ সেপ্টেম্বর) পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের হাটহাজারী শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভা প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ হারুন সওদাগরের সার্বিক তত্বাবধানে এবং সাধারণ সম্পাদক সেকান্দর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুগ্ম মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সাহিত্য-সংস্কৃতিক সচিব এনামুল হক ছিদ্দিকী,ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ সাইফুদ্দিন আহমদ, আহলে সুন্নাত কেন্দ্রীয় অর্থ সচিব এডভোকেট মুহাম্মদ মোখতার আহমদ ছিদ্দিকী, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি অধ্যাপক মীর আব্দুর রহিম মুনিরী,জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী।
সভায় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবদলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে মহাসমাবেশ কর্মসূচি করেছে। এ লক্ষ্যে সারাদেশে সাংগঠনিক কর্মসূচি পালন করছে কর্মীরা। বর্ধিত সভায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কাজী আবু সাঈদ, এস এম আবু নাছের, মাওলানা ইসহাক আনছারী,আলহাজ্ব আবুল কাশেম সওদাগর, মাওলানা মনিরুর রহমান খসরু,আলহাজ্ব কামাল পাশা,এস এম মাহাবুল আলম,মাওলানা আব্দুর হামিদ আরজু, মাওলানা আব্দুল মালেক, মুহাম্মদ ফরিদুল আলম মিটু, মুহাম্মদ ওয়াহিদুল আলম, মাওলানা আবু তালেব আল কাদেরী, আলহাজ্ব শফিকুল আলম সওদাগর, মুহাম্মদ আলাউদ্দিন, যুবনেতা মুহাম্মদ মামুনুর রশীদ জাবের, এম ছগির আহমদ, মুহাম্মদ নাছির উদ্দীন রুবেল,কেন্দ্রীয় ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, ছাত্রনেতা মুহাম্মদ রাসেল,মুহাম্মদ ওমর ফারুক, হাফেজ মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ ইকবাল,হাফেজ মুহাম্মদ সাহেদ প্রমুখ।
পরে সভায় উপস্থিত তৃণমূল কর্মীদের সর্বসম্মতিক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সচিব, চবি পিএইডি গবেষক এবং সুপ্রিম কোর্ট আইনজীবী পীরজাদা এডভোকেট মুখতার আহমদ সিদ্দিকী কে মোমবাতির প্রার্থী ঘোষণা করে নমিনেশন দেয়া হয়।