আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অন্যতম সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অধিনস্থ লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর স্পন্সরকৃত, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু এর চলতি ২২-২৩ সেবাবর্ষের শেষ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২জুন) সন্ধ্যায় নগরীর খুলশী থানাধীন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হল এ ক্লাবের সাধারণ সম্পাদক লিও পৃথ্বী সাহার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লিও ক্লাব চিটাগং খুলশী ব্লুর সভাপতি লিও তরিকুর রহমান বাবু।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের সম্মানিত জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহম্মেদ সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লুর সম্মানিত এডভাইজর লায়ন এস এম কামাল হোসাইন এমজেএফ, আর.সি কনসান লায়ন তারেক কামাল, লায়ন্স জেলার গেটটিমের মেম্বার লায়ন জাহিদ হোসেন এবং লিও নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের সুযোগ্য সভাপতি লিও ইরফান মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট লিও আতিক শাহরিয়ার সাদীফ, সেক্রেটারি লিও মো. ওমর ফারুক, ট্রেজারার লিও মো. শওকত হোসেন।
সভা শেষে মাননীয় জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহম্মেদ সিদ্দিকী ক্লাবের আগামী এক বছরের জন্য নতুন কমিটি যথাক্রমে, ক্লাব এডভাইজর – লায়ন এস এম কামাল হোসাইন, সভাপতি – লিও রাজিব চন্দ্র পাল, আইপিপি লিও তরিকুর রহমান বাবু, সহ সভাপতি – লিও জুয়েল দাস, সেক্রেটারি লিও মো. মিনহাজ ও ট্রেজারার লিও শাখাওয়াত হোসেন এর নাম ঘোষণা করেন।