জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ এর লায়ন্স অঙ্গনের অন্যতম সেবা মূলক সংগঠন ‘লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী’র স্পন্সরকৃত যুব সংগঠন লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু’র ২০২২-২৩ সেবা বর্ষের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ আগষ্ট) নাসিরাবাদ, ষোলশহর জীবন বীমা কর্পোরেশন অফিস কনফারেন্স রুম এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের নবনির্বাচিত সভাপতি লিও তরিকুর রহমান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিও পৃথ্বী সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু ক্লাবের সম্মানিত এডভাইজর লায়ন এস. এম. কামাল হোসেন (এমজেএফ)।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিওজেলা ৩১৫,বি৪ বাংলাদেশ এর সম্মানিত জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা, সেক্রেটারি লিও মো. ওমর ফারুক, ট্রেজারার লিও শওকত হোসেন, জিএমটি কো-অর্ডিনেটর লিও ইসমাইল বিন আজিজ আলভি, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (এডমিন) লিও মো. জাহিদুল ইসলাম।
কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে সভা আরম্ভ হয়। শুরুতে বিগত জুলাই মাসের সেক্রেটারি রিপোর্ট ও আয়-ব্যয় বিবরণী পেশ ও অনুমোদন নেওয়া হয়৷ এছাড়া বিবিধ আলোচনায় ক্লাবের ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়
উক্ত সভায় ক্লাব নতুন কার্যকরি কমিটির মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লিও রাজিব পাল, লিও জুয়েল দাশ, ট্রেজারার লিও জান্নাতুল ফেরদৌস স্বর্ণা, জয়েন্ট সেক্রেটারি লিও মিনহাজ হোসেন, জয়েন্ট ট্রেজারার লিও শাখাওয়াত হোসেন, জয়েন্ট ট্রেজারার লিও সাদেক হোসেন, টেইল টুইস্টার লিও তানজিদ হোসেন, টেমার লিও মারুফ হোসেন, পাবলিক রিলেশন অফিসার লিও মো. রইজ উদ্দিন, সদস্য লিও অর্জন মল্লিক, লিও সুফিয়ান সায়েদ, লিও শিমুল আফরোজা, লিও মাহি সিকদার, লিও ইসরাত জাহান, লিও শান্ত বণিক, লিও বৃষ্টি রাণী দাস প্রমুখ৷