চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক রানার ব্যক্তিগত অর্থায়নের নির্মিত হয়েছে একটি কালভার্ট।
এতে করে ইউনিয়নের হোছেন নগর জনপদের সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল হয়েছে। স্থানীয়রা সড়কের কালভার্টটি জরাজীর্ণ ছিল দীর্ঘদিন ধরে। এতে কালভার্টের কারনে সড়ক যোগাযোগ ব্যবস্থা থেমে যায়।
প্রায় হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছিল। বিষয়টি ইউপি সদস্যে বরাবর আবেদন করলে তিনি নিজ উদ্যোগে কালভার্টি৷ নির্মাণের উদ্যোগ নেন।
এব্যাপারে ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা জানান, এলাকাবাসীদের বলেছিলাম ব্রিজটি সংস্কার হবে। ইউনিয়েনর হোছেন নগরের এলাকারবাসীর আন্তরিক পরিশ্রমও আমার ব্যক্তিগত অর্থায়নের মাধ্যমে ব্রিজের কাজ সম্পূর্ণ হল ।
তিনি আরো জানান, মানুষ যখন দুর্ভোগে ছিল আমি এর প্রয়োজনীতা অনুভব করেছি। সরকারি বরাদ্দে কথা চিন্তা না করে নিজের টাকা ব্যয় করে কালভার্ট নির্মান করেছি। যেতে মানুষ এই বর্ষায় কষ্ট না পায়।