বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্চুর উদ্যোগে খতমে কুরআন, দোয়া মিলাদ মাহফিল ও এতিমখানর শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ আগষ্ট) বিকালে লোহাগাড়া সদর ইউনিয়নের টেন্ডাল পাড়ার জামে মসজিদ দোয়া মাহফিল খতমে কুরআনের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আমিনুল হক মামুন,নজরুল ইসলাম লিটন, মেজবাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান সোবহান প্রমুখ।
দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। পরে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।