মিরসরাই( চট্টগ্রাম) ৩ এপ্রিল মঙ্গলবার বিকালে শতবর্ষী বিদ্যাপিঠ দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
“চল বদলে যাই,সমাজকে বদলে দেই” এই শ্লোগান নিয়ে ঐতিহ্যবাহী দুগাপুর মাঠের হারিয়ে যাওয়া ফুটবল খেলাকে নতুন রুপে জাগরণের উদ্দেশ্যে সম্প্রতি প্রজেটিভ বিভিন্ন সামাজিক কর্মকা আলোচিত “শতায়ু অঙ্গন” সংস্থা দুর্গাপুরের উদোগে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
উক্ত খেলায় অংশ গ্রহন করে ৯০ দশকের কৃতি ফুটবলার একাদশ বনাম ২০০০ সনের পরবর্তী একাদশ।
উক্ত খেলায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব। খেলা উপভোগ করেছেন স্কুল মাঠের চারপাশে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক।