১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছেন পারুয়া ইউনিয়ন ছাত্রলীগ।
বুধবার(১৪ই ডিসেম্বর) বিকালে উপজেলার পারুয়া কমিটি সেন্টারে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল চৌধুরী’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ইফতেখার হোসেন আকতার, প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের গুরুত্বপূর্ণ স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বিশেষ অতিথি ছিলেন পারুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন, মাস্টার আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি মো.আব্দুল খালেক।
পারুয়া ইউনিয়ন যুবলীগ নেতা যীশু দেব নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ, সেচ্ছাসেবকলীগের সভাপতি তৈয়ব মাতব্বর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান বাবু, ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি রুহুল আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমন, আবু হানিফ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফিদা মো সাদাত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরফাত নিজাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।