চট্টগ্রাম সরকারী শারীরিক শিক্ষা কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে, কলেজ ক্যাম্পাসে শারীরিক শিক্ষাবিদদের জন্য দুই দিন ব্যাপী “রিফ্রেশার্স কোর্স-২০২৩ইং” সম্পন্ন হয়েছে।
সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম. গিয়াস উদ্দীন বাবর, এন.এইচ.টি. হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানসির তৈমুর মোর্শেদ, সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক ইসমাঈল কুতুবী, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশীদ, সিজেকেএস হকি কমিটির সম্পাদক লুৎফুর করীম সোহেল, কলেজে প্রভাষক মোঃ সাইফুল্লাহ মুনির, শ্যামলী রানী ভৌমিক, চন্ঞ্চল বিশ্বাস, জিকু কুমার নাথ এবং এ.পি.পি. এডভোকেট মোঃ ওমর ফারুক শিবলী।
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং পরিষদের সাধারন সম্পাদক আবদুল করীমের সন্ঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সহ-সভাপতি মোঃ নাসীর উদ্দিন, শামীমা সুলতানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, এ.জি.এস. মতিউর রহমান ফরহাদী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ ইউছুফ, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার, বিপিন কিশোর চৌং, মিজানুর রহমান, সাকিনা আকতার সুরমা এবং বাবলী আসাম।
এতে সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ব-বিদ্যালয়ের ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিভাগের শতাধিক শারীরিক শিক্ষাবিদবৃন্দ, ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া বিষয়ে রিফ্রেশার্স কোর্সে অংশগ্রহণ করেন।