আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের আনোয়ারার জনসভায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) বিকেলে পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে পদুয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ হারুনর রশিদ ।
আনন্দ মিছিলে পদুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক এস.এম মোজাম্মেল, সহ-সভাপতি নিখিল দাশ বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য- আগামী ২৮ অক্টোবর শনিবার দুপুর একটায় বৈরাগ ইউনিয়নের কেইপিজেড মাঠে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে বিশাল জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।