কৃষি জমির মাটি কাটা হচ্ছে খবরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসমাঈল হোসেন নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে সাজু শীল নামে এক ব্যক্তি। ইসমাঈল হোসেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর মোহাম্মদ পুর এলাকায় এ ঘটনা ঘটে। একইদিন বিকেলে সাজু শীলকে আসামি করে তিনি রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্র এবং ইসমাঈল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি দক্ষিণ রাজানগর মোহাম্মদপুর এলাকায় পাহাড়ের পাদদেশ এবং কৃষি জমির মাটি কেটে প্রজেক্ট করা হচ্ছে। পরে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এটি অবৈধ বলে জানান এবং তার কাছে বেশ কয়েকবার আসলে তিনি মাটি কাটার অনুমতি দেননি বলেও জানান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পাহাড়ের পাদদেশ ঘেঁষে এস্কেভেটর দিয়ে গভীর করে কৃষি জমির মাটি কাটা হচ্ছে। সেখানে প্রজেক্টের বিষয়ে জানতে চাইলে তিনি কোন কাগজ পত্র দেখাতে পারেনি বরং ছবি তোলার সময় বাঁধা দেন। কয়েকদিন আগে ঘটনাস্থলের অপর পাশে বিশালকার কৃষি জমি কাটার নিউজ কেনো করেছি এই বিষয়ে হুমকি দেন। এবং তিনি তার জায়গায় কি করবেন সেটা তার একমাত্র ব্যক্তিগত বিষয় বলে জানান। এই বিষয়ে তিনি কাউকে পরোয়া করেন না বলেও জানান। পরে ছবি তুলে চলে আসার সময় পিছনে আমাকে মেরে রাস্তায় লাশ পেলে রাখার হুমকি দেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) মারজান হোসেন বলেন, কৃষি জমির মাটি কাটার কোন অনুমতি নেই। এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।