হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মহাসড়কের পাশে নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা চালিয়ে যাওয়া চার ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারী) বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চট্টগ্রাম – নাজিরহাট – খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী অংশের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়কের পাশে নির্মাণ সামগ্রী রেখে অনেকে ব্যবসা করে আসছিল। এতে করে মহাসড়কে দূর্ঘটনা বৃদ্ধির আশংকা দেখা দেয়। এমনকি কোন কোন সময় দূর্ঘটনাও ঘটে। প্রশাসন বিষয়টি অবহিত হয়ে গত মঙ্গলবার সর্তকতামূলক মাইকিং করে প্রচারনা করে মহাসড়কের পাশে ব্যবসার জন্য রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করেন। কিন্তু অনেকে প্রশাসনের নির্দেশনা অমান্য করে নিজেদের ব্যবসা অব্যাহত রাখে। তাই মহাসড়ক নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন। এসময় সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণভাবে ইট-বালু রেখে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী চার ব্যক্তিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে একুশে পত্রিকা কে বলেন, “মহাসড়কে দুর্ঘটনা ও অপঘাতে মৃত্যু হ্রাস করতে পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। এর প্রেক্ষিতে হাটহাজারীতে মহাসড়কের দুইপাশ থেকে ঝুঁকিপূর্ণভাবে রাখা সকল নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে মাইকিং করা হয়। তারপরও সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। সামনের দিনগুলোতে এ বিষয়ে প্রয়োজনে আরও অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।”