চট্টগ্রাম 8:56 am, Tuesday, 3 December 2024

সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা লেগে আরোহীর মৃত্যু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে রাঙ্গুনিয়ার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরুল আবছার চৌধুরী (৫১)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড মুরাদনগর এলাকার মাতব্বর বাড়ির মরহুম হাজী আলম শাহ’র ছেলে। তিনি ‘মমতা’ নামের একটি এনজিও সংস্থার কাঠগড় শাখায় চাকরি করতেন। সেখানে যাওয়ার পথেই এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

মো. মোজাম্মেল নামে তার এক নিকটাত্মীয় জানান, রাঙ্গুনিয়ায় তার বাড়ি হলেও চাকুরীর কারণে থাকতেন নগরের অক্সিজেন মোড়ে। তিনি মোটরসাইকেল যোগে প্রতিদিন অফিসে যাওয়া—আসা করতেন। এদিনও একইভাবে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পরিবারে তার স্ত্রী ও নয় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

এই ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক মো. জহির জানান, তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে এতে তিনি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে।
এদিকে তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, চাকুরীর কারণে নগরে বসবাস করলেও এলাকার সামাজিকতায় সবসময় নিজেকে এগিয়ে রাখতেন। তিনি দীর্ঘদিন ধরে মুরাদনগর ওরশ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। একইদিন রাত আটটার দিকে মুরাদনগর জামে মসজিদ মাঠে তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ইউসুফ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা লেগে আরোহীর মৃত্যু

Update Time : 07:21:43 pm, Tuesday, 12 November 2024

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে রাঙ্গুনিয়ার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরুল আবছার চৌধুরী (৫১)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড মুরাদনগর এলাকার মাতব্বর বাড়ির মরহুম হাজী আলম শাহ’র ছেলে। তিনি ‘মমতা’ নামের একটি এনজিও সংস্থার কাঠগড় শাখায় চাকরি করতেন। সেখানে যাওয়ার পথেই এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

মো. মোজাম্মেল নামে তার এক নিকটাত্মীয় জানান, রাঙ্গুনিয়ায় তার বাড়ি হলেও চাকুরীর কারণে থাকতেন নগরের অক্সিজেন মোড়ে। তিনি মোটরসাইকেল যোগে প্রতিদিন অফিসে যাওয়া—আসা করতেন। এদিনও একইভাবে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পরিবারে তার স্ত্রী ও নয় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

এই ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক মো. জহির জানান, তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে এতে তিনি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে।
এদিকে তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, চাকুরীর কারণে নগরে বসবাস করলেও এলাকার সামাজিকতায় সবসময় নিজেকে এগিয়ে রাখতেন। তিনি দীর্ঘদিন ধরে মুরাদনগর ওরশ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। একইদিন রাত আটটার দিকে মুরাদনগর জামে মসজিদ মাঠে তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।