সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে সদ্য প্রয়াত ৭১ টিভির রিয়াদ প্রতিনিধি সাংবাদিক সালাহউদ্দিন ও চ্যানেল আই এর ক্যামেরা পার্সন মো. হানিফ এর স্মরনে ০১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় স্হানীয় ডায়না রেস্টুরেন্টের অডোটরিয়ামে আলোচনা সভা,দোয়া ও মুনাজাতের আয়োজন করেছে সৌদীআরব প্রবাসী সাংবাদিক ফোরাম প্রসাফ।
সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আর টিভির সৌদীআরব ব্যুরোচীফ মো. আবুল বশিরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের উপস্থাপনায় আলোচনায় অংশ নেয় দ্যা ডেইলি মর্ণিং গ্লোরীর রিয়াদ (সৌদীআরব) করেসপন্ডেন্ট ও চ্যানেল ২৪ এর এক্স সৌদীআরব প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁন, যমুনা টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি সেলিম উদ্দিন,বাংলা টিভির রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন, নিউজ টুয়েন্টিফোরের রিয়াদ প্রতিনিধি রুস্তম খাঁন, পল্লী টিভির রিয়াদ প্রতিনিধি শাহজাহান সোহাগ, দৈনিক নতুন সময়ের রিয়াদ প্রতিনিধি মিজানুর রহমান, রাজনীতিবিদ বাবুল দাস, ব্যবসায়ী এনামুল হক ভূইয়া, পল্লীটিভির সত্ত্বাধিকারী কামরুজ্জামান কাজল প্রমুখ।
এসময় সদ্যপ্রয়াত সালাউদ্দীন ও হানিফ মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।