গভীর শোক ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মাস্টার শাহাজাহান বিএ। ২৩ জানুয়ারি বেলা ১১.৪৫ মিনিটে তিনি ঢাকা এ্যপেলো হাসপাতালে ইন্তেকাল করেছেন।
কাকরাইলে প্রথম জানাজা শেষে রাত ১০ টায় হালিশহর বিডিআর মাঠে দ্বিতীয় জানাজা, শেষে গতকাল সকাল ৯ টা সন্দ্বীপ উপজেলা পরিষদের মাঠে তৃতীয় জানাজা বেলা ১১ টায় সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে সর্বশেষ জানাজা শেষে পৌরসভা ৫ নং ওয়ার্ডে তাকে পারিবারিক কবরে সমাহিত করা হয়। এ সময় কবরে ফুলে ফুলে ভরে যায়। সকাল থেকে সন্দ্বীপের বিভিন্ন স্হান থেকে উপজেলা মাঠ ও আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আইডিয়াল মাঠে মরহুমের স্মৃতি নিয়ে সংক্ষিপ্ত স্মৃতি চারণ করেন জাতীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, সন্দ্বীপ উপজেলা
আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক সেলিম উদ্দিন হায়দার, সাবেক পৌর মেয়র জাপর উল্লাহ টিটু, বর্তমান মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহমুদুল হাসান তুষার, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলাউদ্দীন বেদন, সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন, মাইটভাংগা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাহেদ সারোয়ার শামীম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কলেজর অধ্যক্ষ, প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ সুশীল সমাজ ব্যক্তিবর্গরা।