সন্দ্বীপে বাউরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মৌলভী বাজারের পূর্ব পাশে কামাল মাস্টারের বাড়িতে গতরাত ২ টায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি সেমি পাকা বসত ঘর পুরে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত হয়। এতে আনুমানিক দশ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টোশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন আগুন লাগার খবর পেয়ে রাত ২.২৫ মিনিটের সময় আমারা ঘটনার স্হলে পৌঁছে রাত ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আনি।
এদিকে ক্ষতি গ্রাস্ত কামাল মাস্টারের বাড়ি পরিদর্শন করছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, ও বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।