সরকার নির্ধারিত দামের অধিক দামে আলু বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সন্দ্বীপ চার ব্যাবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। ২৭ সেপ্টেম্বর বুধবার সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট নেতৃত্বে অভিযান চলে। এতে চৌমুহনী বাজার হেলাল সওদাগর কে ৫ হাজার টাকা একই বাজারে আরেক ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা, তালতলী বাজারে রিদোয়ান সওদাগরকে ১০ হাজার টাকা, এবং এনাম নাহার মোড় আল্লাহর দান ষ্টোর কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জানান সরকার নির্ধারিত দামের চেয়ে কোন ব্যাবসায়ী অধিক মূল্য পণ্য বিক্রি করলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। একই ভাবে তাদের কে সতর্ক করা হয়।