আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সহিংসতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্দ্বীপ ও নৌ বাহিনীর কমান্ডারের সাথে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন নৌ বাহিনীর কন্টিনেন্টাল কমান্ডার মোঃ আরিফ , সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাদী প্রতিনিধি ওমর ফয়সাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি দৈনিক আমার সংবাদ, ডেইলি পোস্ট, ও সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সুমন, ইনফো বাংলা প্রতিনিধি আবুল হাশেম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক যায় যায় দিন, ও দেশ বর্তমান প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদার, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি হাসানুজ্জামান সন্দ্বীপি,
আরও উপস্থিত ছিলেন বিজয় টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন মনি, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলী হোসেন, ভোরের আওয়াজ প্রতিনিধি মাহমুদুর রহমান, দৈনিক আমার বার্তা প্রতিনিধি জাহেদুল ইসলাম শিহাব, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, দৈনিক আজকালের সংবাদ প্রতিনিধি আবদুল হামিদ, দৈনিক বাংলার ডাক প্রতিনিধি মাহমুদুল হাসান, দিন প্রতিদিন প্রতিনিধি সাহেদ খান প্রমুখ