আগামীকাল ২৫ মে সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ- নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনউদ্দীন মিশন গতকাল বেলা ১ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স নোঙ্গর মাল্টিকুজিনে এক সংবাদ সন্মেলনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের পৃর্বের দিনের সহ নানা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং তার বক্তব্য মিথা ও বানোয়াট বলে মন্তব্য করেন। তিনি বলেন আওয়ামী লীগ থেকে আমরা ১৮ জন মনোনয়ন চেয়েছি দল আমাকে মনোনয়ন দিয়েছে জনাব রফিকুল ইসলাম মনোনয়ন না পেয়ে দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। তিনি রফিকুল ইসলাম কে মিথ্যা বানোয়াট অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান।
সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ সারোয়ার শামীম, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন মনি, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, বাংলাদেশ টুডের প্রতিনিধি অপু ইব্রাহিম, আজাদী প্রতিনিধি ওমর ফয়সাল, পূর্বকোণ প্রতিনিধি নরোত্তম বনিক, পূর্বদেশ প্রতিনিধি সাইফ রাব্বি, দিন প্রতিদিন প্রতিনিধি মোঃ সাহেদ সহ অনেকে।
এদিকে বিকেল ৫’টায় সন্দ্বীপ উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এক সংবাদ সম্মেলন করে আগামী ২৫ মনে সন্দ্বীপ উপজেলা উপ- নির্বাচন থেকে সড়ে দাড়িয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের আনারস মার্কাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুল আকতার, এ সময় উপস্হিত ছিলেন জাসদ মনোনীত প্রার্থী আবুল কাসেম মাহমুদ, জাসদ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আতাউল হাকিম প্রমুখ।