সন্দ্বীপে ভোর রাতে অগ্নিকাণ্ডে পুরে পাঁচটি দোকান ছাই হয়ে গেছে। ২৮ ফেব্রয়ারি ভোর রাত ৪.৩০ মিনিটে উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এরশাদ মার্কেটে এ ঘটনা ঘটে।
এতে পাঁচটি দোকান সম্পন্ন পুরে ছাই হয়ে গেছে। ৯৯৯ ও একটি মোবাইল থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে পৌঁছে সন্দ্বীপ ফায়ার সার্ভিসের সিভিল ষ্টেশন, ৫ টা নাগাদ এরশাদ মার্কেটে গিয়ে আগুন নিবারকের কাজ করে, ৬.৩০ মিনিটে আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে ক্ষতি গ্রস্ত দোকান হলো সাইফুল ইসলামের মোবাইল বিকাশ সহ ইলেকট্রনিকস সামগ্রী, শাহাদাত হোসেনের সাইকেল দোকান, আবদুল রহিমের ফার্নিচার দোকান, রিপনের ফুলের দোকান, রাজুর হার্ডওয়ার দোকান।
আগুন লাগার কারণ জানতে চাইলে এরশাদ মার্কেটের সিকিউরিটি গার্ড জানান প্রথমে কাঠের দোকান থেকে ধোয়া দেখতে পায় পরবর্তী মানুষের চিৎকার করা অবস্থায় ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী রিপন জানান আমার মাইক কম্পিউটার, ইভেন্ট সহ নানা সামগ্রী পুড়ে দশ লক্ষ টাকার ক্ষতি গ্রস্ত হয়েছে।
সন্দ্বীপ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া জানান শেষ রাতে একটি মোবাইল নাম্বার থেকে ফোন পেয়ে দ্রুত ঘটনা স্হলে পৌঁছে আমারা দেড় ঘন্টার মাথায় আগুন নিয়ন্ত্রণ আনি, এতে ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি ও ২০ লক্ষ টাকার মালামাল আমরা উদ্ধার করি।