চট্টগ্রাম 6:40 pm, Wednesday, 4 December 2024

সন্দ্বীপে আগুনে বসতঘর পুড়ে ছাঁই

সন্দ্বীপে গভীর রাতে আগুনে একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ডের সুধির জলদাশের বাড়িতে। ১৯ আগষ্ট শনিবার রাত ৩.৩০ মিনিট নাগাদ এ ঘটনাটির সুত্রপাত বলে জানা গেছে। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘরের মালিক সুত্রে জানা গেছে বাড়িতে জায়গা জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে এ আগুন লাগনো হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরের মালিক সুধির জলদাশ প্রবাসী, তার স্ত্রী ছায়া রাণী দাশ( ৪২) জানান আমরা যাতে চলাফেরা করতে না পারি বাড়ির দরজায় টিনদিয়ে বেড়া লাগিয়ে দিয়েছে পাশের ঘরের সুনিল, বিপ্লব, ও সুজন ( তবে অভিযুক্ত দের ঘরে গিয়ে তাদের তিনজন মাযের কাছে জানতে তিনি জানান আমরা ছেলেরা ঘরে থাকে না এবং এঘটনার সাথে সম্পত্ততা নেই) আমরা থানা পুলিশ ও মেয়র কাউন্সিলর কে জানানোর পর গতকাল এ বেড়া ভেঙে দিয়েছে, তার পর তারা এরা শত্রুতা করে আমাদের ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু ঘর পুরে তারা ক্ষান্ত হয়নি, বিদেশে পাশের ঘরের লোকজন একইসাথে থাকা আমার স্বামী সুধিরের মাথা ও পাটিয়ে দিয়েছে, সে এখন হাসপাতালে ভর্তি রয়েছে।

সুধির দাশের ছেলে বিপ্লব দাশ বলেন আগুনে পুড়ার পর আমরা এখন পথে বসার উপক্রম, আমাদের পড়নের একটি লুঙ্গি ও এখন নেই আমরা কার কাছে যাব। বিপ্লব দাশের স্ত্রী সুমি (২১) জানান ঘর পুড়ার পর এখন আমরা দিশেহারা ঘরে আমাদের ১৫ ভিরি স্বর্ণ, ৩ টি মোবাইল, চেক বহি দলিল পত্র এনআইডি কার্ড, বীমাপত্র আসবাব পত্র সহ যাবতীয় সব কিছু পুরে গেছে। বাড়িতে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় আগুন লাগার সময়ে ঘরের বাহিরে তালা মারা ছিল, যাতে ঘরে থাকা লোকজন বাহির হতে না পারে, পরে ঘরে থাকা লোকজন জন পাকঘরের পিছন দিয়ে বের হয়ে প্রানে রক্ষা পেয়েছে।

সন্দ্বীপ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন রাত ৪.৩০ মিনিট নাগাদ আমরা ৯৯৯ থেকে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আমরা অগ্নি নির্বাপন করতে সক্ষম হয়। তবে ধারণা করা হচ্ছে ঘরের বাইরে তালা মেরে পেট্রোল ডেলে আগুনের সুত্রপাত। আমাদের কাজ আগুন নির্বাপন করা, কে আগুন দিয়েছে সেটা তদন্ত করবে পুলিশ প্রশাসন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন আমরা ক্ষতি গ্রাস্ত ঘরের ক্ষয় ক্ষতি নির্বাচন করে ত্রান মন্ত্রনালয়কে একটি চিঠি দেব এবং উপজেলা প্রসাশন থেকে তাদের কে আর্থিক সহযোগিতা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সন্দ্বীপে আগুনে বসতঘর পুড়ে ছাঁই

Update Time : 11:23:29 pm, Saturday, 19 August 2023

সন্দ্বীপে গভীর রাতে আগুনে একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ডের সুধির জলদাশের বাড়িতে। ১৯ আগষ্ট শনিবার রাত ৩.৩০ মিনিট নাগাদ এ ঘটনাটির সুত্রপাত বলে জানা গেছে। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘরের মালিক সুত্রে জানা গেছে বাড়িতে জায়গা জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে এ আগুন লাগনো হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরের মালিক সুধির জলদাশ প্রবাসী, তার স্ত্রী ছায়া রাণী দাশ( ৪২) জানান আমরা যাতে চলাফেরা করতে না পারি বাড়ির দরজায় টিনদিয়ে বেড়া লাগিয়ে দিয়েছে পাশের ঘরের সুনিল, বিপ্লব, ও সুজন ( তবে অভিযুক্ত দের ঘরে গিয়ে তাদের তিনজন মাযের কাছে জানতে তিনি জানান আমরা ছেলেরা ঘরে থাকে না এবং এঘটনার সাথে সম্পত্ততা নেই) আমরা থানা পুলিশ ও মেয়র কাউন্সিলর কে জানানোর পর গতকাল এ বেড়া ভেঙে দিয়েছে, তার পর তারা এরা শত্রুতা করে আমাদের ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু ঘর পুরে তারা ক্ষান্ত হয়নি, বিদেশে পাশের ঘরের লোকজন একইসাথে থাকা আমার স্বামী সুধিরের মাথা ও পাটিয়ে দিয়েছে, সে এখন হাসপাতালে ভর্তি রয়েছে।

সুধির দাশের ছেলে বিপ্লব দাশ বলেন আগুনে পুড়ার পর আমরা এখন পথে বসার উপক্রম, আমাদের পড়নের একটি লুঙ্গি ও এখন নেই আমরা কার কাছে যাব। বিপ্লব দাশের স্ত্রী সুমি (২১) জানান ঘর পুড়ার পর এখন আমরা দিশেহারা ঘরে আমাদের ১৫ ভিরি স্বর্ণ, ৩ টি মোবাইল, চেক বহি দলিল পত্র এনআইডি কার্ড, বীমাপত্র আসবাব পত্র সহ যাবতীয় সব কিছু পুরে গেছে। বাড়িতে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় আগুন লাগার সময়ে ঘরের বাহিরে তালা মারা ছিল, যাতে ঘরে থাকা লোকজন বাহির হতে না পারে, পরে ঘরে থাকা লোকজন জন পাকঘরের পিছন দিয়ে বের হয়ে প্রানে রক্ষা পেয়েছে।

সন্দ্বীপ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন রাত ৪.৩০ মিনিট নাগাদ আমরা ৯৯৯ থেকে পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আমরা অগ্নি নির্বাপন করতে সক্ষম হয়। তবে ধারণা করা হচ্ছে ঘরের বাইরে তালা মেরে পেট্রোল ডেলে আগুনের সুত্রপাত। আমাদের কাজ আগুন নির্বাপন করা, কে আগুন দিয়েছে সেটা তদন্ত করবে পুলিশ প্রশাসন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন আমরা ক্ষতি গ্রাস্ত ঘরের ক্ষয় ক্ষতি নির্বাচন করে ত্রান মন্ত্রনালয়কে একটি চিঠি দেব এবং উপজেলা প্রসাশন থেকে তাদের কে আর্থিক সহযোগিতা করা হবে।